বিতর্কিত ফেণি সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ফেণি সেতু নির্মাণ কাজ আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে৷ এই সেতু নির্মাণ হলে সাব্রুমের সাথে চট্টগ্রামের সরাসরি যোগাযোগ সম্ভব হবে৷ বৃহস্পতিবার নির্মাণকারী সংস্থার কর্মকর্তাদের নিয়ে নির্মাণস্থল পরিদর্শন করেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷
শ্রীচৌধুরী জানান, এই সেতু নির্মাণে দশ বছর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল৷ এখন তা বাস্তব রূপ নিতে চলেছে৷ গত ৩১ মার্চ দীনেশচন্দ্র অগরওয়াল ইনফ্রাকম প্রাইভেট লিমিটেডকে এই সেতু নির্মাণের বরাত দেওয়া হয়েছে৷ সেতুটি নির্মাণ হতে মোট ৩০ মাস সময় লাগবে৷ তাতে মোট ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ২৭ লক্ষ টাকা৷ কেন্দ্রীয় ভূতল পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক সেতু নির্মাণের পুরো অর্থ বরাদ্দ করেছে৷ অবশ্য কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকেরও এতে অংশিদারিত্ব রয়েছে৷ শ্রীচৌধুরী জানান, দুই দিকের এপ্রোচ রোড সহ মোট দৈর্ঘ্য ৪৫০ মিটার৷ সাব্রুমের অংশে আনন্দপাড়া থেকে শুরু করে বাংলাদেশের মহামুনিতে গিয়ে যুক্ত হবে সেতুটি৷ এদিকে, বাংলাদেশের অংশের অপ্রোচ রোড চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হবে৷ এপাড়ের এপ্রোচ রোডটি আগরতলা-সাব্রুম মহাসড়কের সাথে যুক্ত হবে৷ তিনি জানিয়েছেন, সেতু নির্মাণ নিয়ে এদিন সাব্রুম ডাক বাংলোতে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে সাব্রুমের বিধায়িকা রীতা কর মজুমদার সহ মহাসড়ক আধিকারীক, পূর্ত দপ্তরের বাস্তুকার এবং নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা ছিলেন৷ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেণি নদীর উপর সেতু নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে শ্রীচৌধুরী আশা প্রকাশ করেন৷