নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ এক সিপিএম ক্যাডারের তান্ডবে গন্ডাছড়া মহকুমার দুর্গনগর বাজার এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ঐ ক্যাডার একটি দোকানে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চলায়৷ পথচারীদের এলোপাথাড়ি মারধর করেছে৷ তাতে গুরুতর আহত হয়েছেন এক মহিলা৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তবে পুলিশকেও অনেকটাই কাঠখড় পোড়াতে হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, সিপিএমের এক প্রভাবশালী নেতার ভাই প্রদ্যুৎ মন্ডল৷ বাড়ি গন্ডাছড়ার দুর্গানগর বাজার এলাকায়৷ রবিবার সকালের দিকে আকন্ঠ মদ্যপান করে প্রদ্যুৎ৷ মদ্যপ অবস্থায় বাজারে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে যাকে পাচ্ছে তাকেই৷ হঠাৎ সে একটি দোকানে যায়৷ দোকানীর সাথে কোন কথা না বলেই জিনিষপত্র ছুড়ে ফেলতে থাকে৷ বিভিন্ন সামগ্রী ও আসবাবপত্র ভাঙচুর চালায়৷ অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে লাঠি নিয়ে তাদের তাড়া করে৷ নেতার ভাই হওয়ার সুবাদে কেউ বিষয়টি প্রথমে পুলিশকে জানাতে চায়নি৷ প্রভাবশালী ঐ নেতার ভাইয়ের বিরুদ্ধে মুখ খুলে যদি বিপদে পড়তে হয়৷ বেলা বাড়তে থাকে, নেশায় বুঁদ হয়ে থাকা প্রদ্যুতের তান্ডবও বাড়তে থাকে৷ একসময় সে দুর্গনগর বাজারের পথচারীদের লাঠি নিয়ে তাড়া করে৷ তার আক্রমণের শিকার হন এক মহিলা৷ তিনি হাসপাতালে৷ তারপর এলাকার লোকজন একজোট হয়ে সিদ্ধান্ত নেন সিপিএম নেতার এই তান্ডব আর বরদাস্ত করা হবে না৷ পরে খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে৷ সেখানে গিয়ে যখন জানতে পারেন ঐ মদ্যপ প্রভাবশালী সিপিএম নেতার ভাই তখন পিছুপা হয়৷ জনতার চাপে পুলিশ কিছুটা তৎপর হয়েছে৷ মদ্যপ প্রদ্যুৎকে আটক করার চেষ্টা করে৷ কিন্তু, সে এতটাই নেশাগ্রস্ত ছিল যে পুলিশকেও অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে তাকে বাগে আনতে৷ পরে পুলিশ প্রদ্যুৎ মন্ডলকে থানায় নিয়ে যায়৷ পুলিশ যদি তৎপর না হতো তাহলে এলাকার জনগণ ও বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে প্রদ্যুৎকে রামধোলাই দিত৷ কিন্তু, তা থেকে রক্ষা পায় প্রভাবশালী সিপিএম নেতার মদ্যপ ভাই৷
2017-06-12

