নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ আবারও রাজ্যে অভাবের তাড়নায় সন্তান বিক্রির ঘটনা ঘটল৷ মাত্র ২০০ টাকার জন্য দুই বছরের পুত্র সন্তানকে বিক্রি করে দিয়েছেন বাবা মা৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রামকুমার চৌধুরী পাড়ায় উপজাতি পরিবারে সন্তান বিক্রির ঘটনায় কলঙ্কিত হল রাজ্য সরকার৷
জানা গেছে, খানজয় রিয়াংয়ের স্ত্রী রুন্নাবতী রিয়াং তাদের দুই বছরের পুত্র সন্তান সুনিজয় রিয়াংকে লক্ষ্মীপুর এডিসি ভিলেজের মাছ কুম্ভীর পাড়ার বাসিন্দা ধানসই রিয়াংয়ের কাছে মাত্র ২০০ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন৷ গত ১৩ এপ্রিল সন্তান বিক্রির ঘটনাটি ঘটেছে৷ সন্তান বিক্রির বিষয়ে কিছুই জানতেন না খানজয় রিয়াং৷ বৃহস্পতিবার তিনি ঘটনাটি জানতে পারেন৷ তাতে তিনি স্ত্রীর উপর রেগে যান৷ তিনি জানান, তাদের আটটি সন্তান রয়েছে৷ যার কাছে তার পুত্র সন্তানকে বিক্রি করা হয়েছে তিনি পেশায় অটো চালক এবং তার চারটি কন্যা সন্তান রয়েছে৷ পুত্র সন্তানের বাসনায় তিনি গরীব পরিবারের কাছ থেকে মাত্র ২০০ টাকার বিনিময়ে সন্তান ক্রয় করেছেন৷
এদিকে বিষয়টি মহকুমা প্রশাসনের গোচরে নেওয়া হয়েছে৷ কিন্তু মহকুমা প্রশাসনের তরফে খানজয় রিয়াংয়ের পুত্র সন্তানকে ফিরিয়ে আনার বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ অবশ্য ডুম্বুরনগর সিডিপিও অভিদ হোসেন খানজয় রিয়াং এবং ধানসই রিয়াংয়ের বাড়ীতে গিয়ে সমস্ত কিছুর খোঁজখবর নিয়েছেন৷ তা সত্বেও, ঐ শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার বিষয়ে কোন উদ্যোগ তিনি নেননি৷ তাতেই প্রশাসনের ভূমিকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
জানা গেছে, উপজাতি ঐ পরিবারটি জুম চাষ করেন৷ বিপিএল ভুক্ত পরিবারটি আর্থিক অনটনের কারনে নানাহ সমস্যার সন্মুখীন৷ পরিবারের কর্তা অন্নের সংস্থানে ব্যর্থ৷ ফলে রোজকার চাহিদা মেটাতে তাদের হিমসিম খেতে হচ্ছে৷ ধারনা করা হচ্ছে এই কারনেই উপজাতি রমনী মাত্র ২০০ টাকার জন্য নিজের গর্ভজাত সন্তানকে বিক্রি করে দিয়েছেন৷
কয়েকদিন আগেও সন্তান বিক্রির একাধিক ঘটনা ঘটেছে৷ রতন নগর এডিসি ভিলেজে সারদা রোয়াজা পাড়ায় দুই বছরের কন্যা সন্তান ওয়ালিটি ত্রিপুরা এবং খোয়াইতে ১১ দিনের সন্তান বিক্রির ঘটনা ঘটেছে৷ রাজ্যে ক্রমাগত সন্তান বিক্রির ঘটনা রাজ্য সরকারের কলঙ্কের বোঝা বাড়িয়েছে৷
2017-05-05
