শান্তা সাহা হত্যাকান্ডে ধৃত আইনজীবীর আবেদন খারিজ উচ্চ আদালতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ বছর দুই আগে রাজধানী আগরতলায় চাঞ্চল্যকর শান্তা সাহা হত্যা কান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃত আইনজীবি সীমিতা চক্রবর্তীর মামলা থেকে নিষ্পত্তির আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত৷ মুখ্য অভিযুক্তের তালিকায় সীমিতা চক্রবর্তীর নাম থাকায় উচ্চ আদালত তার আবেদন খারিজ করেছে বলে জানা গেছে৷
উল্লেখ্য, শান্তা সাহা হত্যাকান্ডে রাজ্য পুলিশের সিআইডি শাখা তদন্তক্রমে আদালতের কাছে চার্জশীট জমা দিয়েছে৷ ঐ হত্যাকান্ডের কিছুদিন বাদে আইনজীবি সীমিতা চক্রবর্তীকে সিআইডি গ্রেপ্তার করেছিল৷ সিআইডি’র তদন্তকারী অফিসার জানিয়েছেন, সীমিতার মাসতুতো ভাই তথা খুন হওয়া শান্তা সাহার বড় ছেলে দীপজয়ের সাথে সীমিতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ দীপজয় বিবাহিত হলেও ঐ সম্পর্ক ছিন্ন করার পরিবারের চেষ্টা ব্যর্থ হয়৷ যার কারনেই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷
উচ্চ আদালতে সীমিতার বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ নেই দাবী করে তার আইনজীবি মামলা থেকে তাকে নিষ্পত্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন৷ বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি টি ভাইপেই এই আবেদন খারিজ করে দেন৷ সীমিতার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ রয়েছে তা যথেষ্ট এবং চার্জশীটে তার নাম রয়েছে, এই কারনে মুখ্য বিচারপতি তার আবেদন খারিজ করে দিয়েছে৷ শুক্রবার থেকে এই মামলার শুনানি ট্রায়াল কোর্টে শুরু হবে৷