BRAKING NEWS

গরমে পুড়ছে তেলাঙ্গানা-অন্ধ্রপ্রদেশ, মার্চেই তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি সেলসিয়াস

হায়দরাবাদ, ২৮ মার্চ (হি.স.) : গরমে পুড়ছে তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ| চলতি সপ্তাহ শেষ হওয়ার আগে এই পরিস্থিতি থেকে নিস্তার পাচ্ছে না এই দুই রাজ্য| সোমবারই পেরিয়ে গেল ৪০ ডিগ্রির ঘর| তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে গতকাল অনন্তপুরে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস| মঙ্গলবারও এখনকার তাপমাত্রা ছিল ৪১ডিগ্রি সেলসিয়াস| হায়দরাবাদের তাপমাত্র কিছুটা কম থাকলেও তা অস্বস্থি ছড়াতে যথেষ্ট| এদিন হায়দরাবাদের সর্বোচ্চ তামপাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস| চলতি সপ্তাহে এর নিচে নামবে না এই দুই রাজ্যের তাপমাত্রা|
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এবছর গরম পড়বে আগের থেকে বেশি| তাদের সেই পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে মার্চের শেষেই তাপমাত্রা পেরিয়ে গেল ৪০ ডিগ্রির ঘর| তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে| সোমবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস| পিছিয়ে ছিল না তেলাঙ্গানার আদিলাবাদও| সেখানে তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস| নিজামাবাদ ৪১.২ ডিগ্রি|
হায়দরাবাদ মিটিওরলজিক্যাল সেন্টারের তথ্য বলছে, হায়দরাবাদ শহরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস| যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি| মেহৱুবনগর ও মেডকে তাপমাত্রার পারদ পেরয় ৪০ ডিগ্রি সেলসিয়াস| অন্ধ্রপ্রদেশে কার্নুলে ৪০ ডিগ্রি এবং তিরুপতিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস|
আবহাওয়া দফতর জানিয়েছে, এইরকম শুষ্ক আবহাওয়া আরও পাঁচদিন জারি থাকবে| সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা| অনেক মানুষের প্রাণ কেড়েছিল গতবারের গরম| এবার তাপমাত্রা আরও বাড়বে| এবার তাপপ্রবাহে প্রাণহানি রুখতে আগাম অ্যাকশন প্ল্যান তৈরি করেছে তেলাঙ্গানা সরকার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *