নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : হাঁটুর চোটের কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ পড়লেন স্ট্রাইকার দগলাস কস্তা| আগামী বৃহস্পতিবার উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে সেলেকাওরা| আর পাঁচদিন পরে ঘরের মাঠ সাও পাওলোতে প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে তিতের শিষ্যরা| অনুশীলনের সময় বাঁ হাঁটুতে চোট পান বায়ার্ন মিউনিখ তারকা কস্তা| আর এই চোটের ফলে জার্মান ক্লাবে থাকছেন তিনি| বাভারিয়ানদের হয়ে ২৭ ম্যাচে সাতটি গোল করেছেন কস্তা| এমনকি শেষ দুটি ম্যাচেও গোলও করেন ২৬ বছর বয়সী এই ব্রাজিল তারকা| গত কোপা আমেরিকা শতবার্ষিক টুর্নামেন্ট ও চারটি বিশ্বকাপ বাছাই ম্যাচে অংশ নিতে পারেননি| ২০১৪ থেকে এখন পর্যন্ত হলুদ জার্সিতে ১৮ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি|
2017-03-18