আসামের মতো ত্রিপুরা থেকেও বাংলাদেশী বিতাড়নের দাবী তুলল আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ নাগরিকত্ব আইন সংশোধনী বিল ২০১৬ প্রত্যাহার সহ দলের মৌলিক দাবির সমর্থনে দুইদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে আইএনপিটি৷ ২৮ ও ২৯ এপ্রিল এডিসি সদর দপ্তর খুমুলুঙস্থিত নুউাই অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে৷ শুক্রবার আইএনপিটির কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির যৌথ অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ গত ৯ মার্চ দেশের সর্বোচ্চ আদালত ১৯৭১ সালের ২৪ শে মার্চের পর আগত বাংলাদেশীদের আসাম থেকে বিতাড়নের রায় দেন৷ আইএনপিটি এই রায়ে সন্তোষ প্রকাশ করে ত্রিপুরা রাজ্যেও কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন জানাবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, নাগরিকত্ব আইন সংশোধনী বিল ২০১৬ প্রত্যাহার সহ দলের মৌলিক দাবির সমর্থনে ২৮ এপ্রিল খুমুলুঙে প্রকাশ্য সমাবেশ সংগঠিত করা হবে৷ যৌথ রাজ্য সম্মেলনকে সফল করে তোলার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির চেয়ারম্যান এবং সদস্যরা হলেন রবিন্দ্র দেববর্মা(চেয়ারম্যান), সদস্যবৃন্দ রথিন ত্রিপুরা, কৃপা  সাধন জমাতিয়া, মানব দেববর্মা, ওকরাম দেববর্মা, প্রীতিলতা দেববর্মা, মমতা দেববর্মা, ঝুমু দেববর্মা এবং বীরকুমার দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *