নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ২০০৫ সালে বেঙ্গালুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কলেজ চত্বরে বন্দুকবাজদের অতর্কিত হামলার ঘটনার সাথে যুক্ত এক ব্যক্তিকে শুক্রবার আগরতলায় যোগেন্দ্রনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ৷ এদিন, ঐ ঘটনার সাথে যুক্ত হাবিব মিয়াকে কর্ণাটক পুলিশের এক বিশেষ টিম গ্রেপ্তার করেছে৷
২০০৫ সালে বেঙ্গালুরে বন্দুকবাজদের হামলায় একজন প্রফেসর নিহত হয়েছিলেন৷ প্রফেসর এমসি পুরি ঐ ঘটনায় প্রয়াত হয়েছিলেন৷ এছাড়াও আরো চারজন গুরুতর আহত হয়েছিলেন৷ ঐদিন চার-পাঁচজনের অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কলেজ চত্বরে এলোপাথারি গুলি চালায়৷ তাতে, প্রফেসর পুরির মৃত্যু হয়৷ ঐ ঘটনার তদন্তে নেমে কর্ণাটক পুলিশ হাবিব মিয়া সম্পর্কে জানতে পারে৷ শুক্রবার কর্ণাটক পুলিশের বিশেষ টিম পূর্ব আগরতলা থানার সহযোগিতায় যোগেন্দ্রনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে৷ তার ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়েছে৷ আগামীকাল তাকে কর্ণাটক নিয়ে যাওয়া হবে বলে সূত্র অনুসারে জানা গেছে৷
2017-03-18