শিক্ষকরা না বদলালে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে না, দাবি নিট অধিকর্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ যুগের সাথে তাল মিলিয়ে বদলাতে হবে শিক্ষকদেরও৷ তবেই ছাত্রছাত্রীরা শিক্ষার উপকারিতা লাভ করতে পারবে৷ কারণ, এই যুগে শিক্ষকদের থেকেও ছাত্রছাত্রীদের অনেক তথ্য জানা থাকে৷ ফলে, সেই তথ্য শিক্ষায় পরিণত না করতে পারলে এবং শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যমে রূপান্তরিত না করা গেলে শিক্ষকদের ভূমিকা সার্থক রূপ নিতে পারবে না৷ শুক্রবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে টিআইটি নড়সিংগড়ের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে এই মত ব্যক্ত করেন এনআইটি আগরতলা অধিকর্তা ডা গোপাল মুরুগয়া৷
এই রাজ্যের প্রেক্ষাপট বিশ্লেষণ করে এনআইটি অধিকর্তা বলেন, ভৌগোলিক গত কারণে এরাজ্যে অনেক সমস্যা রয়েছে৷ দুর্বল যোগাযোগ ব্যবস্থা দেশের মূল ভূখন্ডের সংস্পর্শে যাওয়া এই রাজ্যের ছাত্রছাত্রীদের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য৷ তাঁর মতে, আগে শিক্ষকদের কাজ ছিল তথ্য জানানো৷ কিন্তু এখন শিক্ষকদের কাজ বদলে হয়েছে তথ্যকে শিক্ষায় রূপান্তর করা এবং সেই শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবর্তিত করা৷ তার জন্য শিক্ষকদের বদলাতে হবে বলে তিনি দাবি করেন৷ তাঁর মতে, শিক্ষকরা যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আধুনিক ধাঁচে গড়ে তুলতে না পারলে তাদের প্রকৃত ভূমিকা খর্গ হবে৷ কারণ, প্রতিনিয়ত সমস্ত কিছুই বদলাচ্ছে৷ ফলে, শিক্ষকদেরও বদলানো জরুরি হয়ে পড়েছে৷
এদিন তিনি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলেন, প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় না করলে শিক্ষা পূর্ণাঙ্গ রূপ পাবে না৷ একটি সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, ভারতবর্ষে ২৫ শতাংশ ছাত্রছাত্রী ডিগ্রি নেওয়ার পর চাকুরির ক্ষেত্রে অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে৷ এক্ষেত্রে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট দিশা দেখিয়েছেন এনআইটি অধিকর্তা৷ তিনি বলেন, কলেজের তৃতীয় বর্ষেই নিজেকে চাকুরির জন্য প্রস্তুত করতে হবে৷ তার আগে দ্বিতীয় বর্ষে স্থির করতে হবে ভবিষ্যতে কি হতে ইচ্ছা৷ তবেই ভবিষ্যৎ নিয়ে ছাত্রছাত্রীদের দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না৷
এদিন তিনি উদ্বেগের সুরে জানান, ভারতবর্ষে ভাল শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে৷ কারণ, শিক্ষক নির্ভর শিক্ষা ব্যবস্থা বদলে এখন ছাত্রছাত্রী নির্ভর শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে৷ সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের জানতে হবে কি তারা চাইছে৷ শিক্ষকদেরও জানতে হবে ছাত্রছাত্রীরা কি চাইছে৷ ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ না বাড়াতে পারলে শিক্ষকরা সার্থক বলে দাবি করা যাবে না৷ সেজন্য ছাত্রছাত্রীদের বদলাতে গেলে আগে শিক্ষকদেরই বদলাতে হবে, দৃঢ়তার সাথে জানান এনআইটি অধিকর্তা৷ পাশাপাশি দাবি করেন, শিক্ষা ব্যবস্থায় এই বদল ছাত্রছাত্রীদের উন্নতির শিখরে নিয়ে যেতে সহায়ক হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *