নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): দক্ষিণ দিল্লিতে উবের ট্যাক্সিতে ধাক্কা মারল বেপরোয়া বিএমডব্লিুউ গাড়ি| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ক্যাব চালক| মৃত চালকের নাম হল নজরুল ইসলাম (৩২)| রবিবার রাত ১১.১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির আউটার রিং রোডে আইআইটি ফ্লাইওভারের কাছে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাত তখন ১১.১৫ মিনিট হবে| আউটার রিং রোডে আইআইটি ফ্লাইওভারের কাছে হঠাত্ই উবের ট্যাক্সিতে ধাক্কা মারে বেপরোয়া বিএমডব্লিউ গাড়ি| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উবের ক্যাব চালক নজরুল ইসলাম|
দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক বিএমডব্লিউ গাড়ির চালক| ঘটনার তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ|
2017-01-23

