নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ কল্যাণপুর থানা এলাকায় পূর্ব কল্যাণপুর পঞ্চায়েতের বাতেঘা গ্রামের বাসিন্দা অজয় দাসের(৩৩) ঝুলন্ত মৃতদেহ বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির পাশের একটি জঙ্গলে উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, অজয় দাস বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফিরেননি৷ অনেক খোঁজাখুজির পর বিকেলে তার পরিবারের সদস্যরা অজয় দাসের নিখোঁজের বিষয়ে কল্যাণপুর থানায় জানান৷ বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় অজয় দাসের দেহ দেখতে পান তার পরিবারের সদস্যরা৷
অজয় দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা শোকগ্রস্ত৷ এদিন মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়৷ কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ বিকেলেই মৃত অজয় দাসের দেহ তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ কি কারণে অজয় দাস আত্মহত্যা করেছে বিষয়টি এখনো পরিষ্কার নয়৷ তার পরিবার ও পুলিশ এই আত্মহত্যার ঘটনায় প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছেন৷ গত কয়েকদিনে কল্যাণপুরে কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ স্বাভাবিকভাবেই এই এলাকায় আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে৷
2017-01-06