নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের পশ্চিম চরকবাই এলাকায় পারিবারিক কলহের জেরে এক যুবতী অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে আশঙ্কাজনক অবস্তায় প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায়, মা-বাবার সঙ্গে যুবতীটির তীব্র বাকবিতন্ড হয়৷ এরপরই অপমানে অভিমানে সে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
2017-01-04

