রাজ্যে নথিভুক্ত বয়স উত্তীর্ণ বেকার সংখ্যা ১৫৪৬৯ জন, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: রাজ্যে নথিভুক্ত বয়স উত্তীর্ণ বেকার সংখ্যা ১৫৪৬৯ জন। আজ ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় তথা অন্তিম দিনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং সিপিএম বিধায়ক নয়ন সরকারের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই তথ্য দিয়েছেন কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা মন্ত্রী টিংকু রায়।

এদিন মন্ত্রী টিংকু রায় প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে বেকারদের যোগ্যতানুয়ায়ী বেকারভাতা প্রদানের কোন পরিকল্পনা রাজ্য সরকারের আপাতত নেই। এদিন তিনি আরও বলেন, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল-এর তথ্য অনুয়ায়ী ২০২৩-২৪ অর্থবষে রাজ্যের কর্ম বিনিয়োগ কেন্দ্রে নথীভূক্ত মোট ৭২৩৯ জন এবং ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ৮২৪০ জন বেকারের চাকুরীর বয়সের উর্ধ্বসরমা ছাড়িয়ে গেছে।

তাঁর কথায়, বয়স উত্তীর্ণ বেকারদের কর্মসংস্থানের জন্য বয়সের ছাড় দেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই।