পশ্চিম বর্ধমান, ৫ মার্চ (হি.স.): আগুনের গ্রাসে আসানসোলের হস্তশিল্প মেলার একাংশ। বুধবার দুপুরে মেলার এক খাবারের দোকানে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় একাধিক দোকান।
দীর্ঘক্ষণ ধরে জ্বলতে থাকায় বেশ কিছু মূল্যবান সামগ্রী আগুনের গ্রাসে চলে যায় বলে অভিযোগ। হতাহতের কোনও খবর নেই। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
মেলার এক খাবারের দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। হস্তশিল্প মেলায় মূলত কাঠ, বেতের আসবাবপত্র ও সামগ্রী থাকায় দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
দোকানিরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যায় পুলিশবাহিনীও।