ভোপাল, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার হিন্দি সাহিত্যের অন্যতম সুপ্রসিদ্ধ কবি সুভদ্রা কুমারী চৌহানের পুণ্যতিথিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি পরলোকগমন করেন। তাঁর অসামান্য সাহিত্যসাধনা ও স্বাধীনতা আন্দোলনে অবদানকে স্মরণ করান দেশবাসীকে প্রতি মুহূর্তে।
মুখ্যমন্ত্রী মোহন যাদব সামাজিক মাধ্যমে বলেন , “বুন্দেলে হারবোলোনের মুখে আমরা শুনেছি সেই কাহিনি, তিনি ছিলেন ঝাঁসির রানীর মতো ”
তিনি আরও বলেন, সুভদ্রা কুমারী চৌহান কেবল একজন কবি নন, তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রেরণাদাত্রী। তাঁর কবিতাগুলো শুধু সাহিত্য নয়, বরং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অমূল্য দলিল। তাঁর লেখনী যুবসমাজের মধ্যে দেশপ্রেমের অগ্নিশিখার মতো প্রজ্বলন করেছিল।