দেহরাদূন, ২ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোমবার নির্মীয়মান দেহরাদূন-সাহারানপুর-দিল্লি এক্সপ্রেসওয়ে এনএইচ ৭০৯বি পরিদর্শন করেছেন। দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়ের ৩২ কিলোমিটার অংশ এখন উদ্বোধনের জন্য প্রস্তুত। ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। এই এক্সপ্রেসওয়ে ২১০ কিলোমিটার দীর্ঘ। এক্সপ্রেসওয়েটি উত্তরাখণ্ড-দিল্লি এবং উত্তরপ্রদেশ তিনটি রাজ্যকে সংযুক্ত করবে।
পরিদর্শনের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “আমি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীকে ধন্যবাদ জানাই, দেহরাদূন থেকে দিল্লি পর্যন্ত এলিভেটেড রোডের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এটি সম্পন্ন হলে, দেহরাদূন থেকে দিল্লির যাত্রা অনেক সুবিধাজনক হবে।”