জগদলপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার মা-ছেলের মৃতদেহ

জগদলপুর, ১১ জুলাই (হি. স.) : বৃহস্পতিবার সাতসকালে ছত্তিশগড়ের জগদলপুর থেকে উদ্ধার হল দুটি মৃতদেহ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরেক ব্যক্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে জগদলপুরের অনুপমা চক এলাকার একটি বাড়ির দরজা অনেকক্ষণ বন্ধ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ধাক্কাধাক্কি করেও কারওর আওয়াজ না পেয়ে শেষে থানায় খবর দিলে পুলিশ এসে পাশের বাড়ির ছাদ দিয়ে ওই বন্ধ বাড়িতে পৌঁছায়। ঘরে ঢুকে পুলিশকর্মীরা দুটি মৃতদেহ উদ্ধার করেন। অপর এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে. তিনজনই একই পরিবারের। সম্পর্কে তাঁরা মা ও ছেলে। এক ছেলে মৃত এবং অপর ছেলে গুরুতর আহত। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ও আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।