রাজ্য সিনিয়র প্লেট গ্রুপ ক্রিকেটে উত্তমের পারফরম্যান্সে আমবাসা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ সূচনা করেছে আমবাসা দলও। ছয় উইকেটে দুর্দান্ত জয়। হারিয়েছে লংতরাই ভ্যালি দলকে। খেলা সিনিয়র স্টেট মীট প্লেট গ্রুপের লিগ ম্যাচ। প্রথম দিনের খেলায় আমবাসা ৬ উইকেটের ব্যবধানে এল টিভি কে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে প্রতিকূল পরিস্থিতির জন্য কিছুটা অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে চল্লিশ করা হয়েছিল। টস জিতে লংতরাই ভ্যালি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে লন্তরায় ভ্যালি ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিন্টু চাকমা সর্বাধিক ২৮ রান পায়। আমবাসার উত্তম কলই করণ ত্রিপুরা ও রূপান্ত দাস প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে আমবাসা দল বিশেষ করে রাহুল পাল ও উত্তম কলই-র অনবদ্য ব্যাটিংয়ে জয় হাসিল করে নেয়। আঠাশ দশমিক দুই ওভার খেলে চার উইকেট হারিয়েই আমবাসা জয়ের লক্ষ্যে পৌঁছায়। রাহুল পাল ৪৫ রান সংগ্রহ করে তবে বলে ব্যাটে দারুণ পারফরম্যান্সের সৌজন্যে, উত্তম কলই পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *