৮ মার্চ ন্যাশনাল কো-অপারেটিভ ডাটাবেসের উদ্বোধনে অমিত শাহ

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ন্যাশনাল কো-অপারেটিভ ডাটাবেসের উদ্বোধন করবেন। জানা গিয়েছে, আগামীকাল তিনি নয়াদিল্লিতে জাতীয় সমবায় ডেটাবেস উদ্বোধনের পাশাপাশি ‘ন্যাশনাল কো-অপারেটিভ ডেটাবেস ২০২৩-এর একটি রিপোর্ট’-ও প্রকাশ করবেন।

এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সরকার সে সমৃদ্ধি”-র উদ্দেশ্যপূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সমবায় মন্ত্রক জানিয়েছে যে, সমবায়কেন্দ্রিক অর্থনৈতিক মডেলগুলির বিকাশে রাজ্য সরকার, জাতীয় সমিতি এবং অংশীদারদের অংশগ্রহণে জাতীয় সমবায় ডেটাবেস তৈরি করা হয়েছে। ন্যাশনাল কোঅপারেটিভ ডাটাবেস হল কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এরফলে সমবায় ক্ষেত্রের সমস্ত অংশীদাররা উপকৃত হবে।