আলিপুরদুয়ারে বচসার জেরে যুবককে ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার অভিযুক্ত

বীরপাড়া, ১৪ নভেম্বর (হি. স.): আলিপুরদুয়ারে বচসার জেরে যুবককে ধারাল অস্ত্রের কোপ আরেক যুবকের । সোমবার বীরপাড়ার মোতিমিলের এই ঘটনায় গুরুতর জখম যুবকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে আহত যুবকের পরিবারের অভিযোগ পেয়ে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে বীরপাড়া থানার পুলিশ ।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার মোতিমিল এলাকায় বিরবিটির রানা শা–র সঙ্গে মোতিমিলের বাসিন্দা সনম লামার বচসা বাধে । সে সময় রানা শাকে ধারাল অস্ত্রের কোপায় সনম লামা । ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিরবিটির যুবক রানা শা। তাঁকে প্রথমে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করান চিকিৎসকরা। এই ঘটনায় অভিযুক্ত সনম লামার বিরুদ্ধে মঙ্গলবার সকালে বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করে রানার পরিবার। এরপরই তুলসিপাড়া চা বাগান এলাকা থেকে সনমকে গ্রেফতাতার করে পুলিশ।
বীরপাড়া থানার ওসি পালজার ছিরিং ভুটিয়া জানান, সনমকে রিমান্ডে নিয়ে তদন্ত করা হবে। এলাকায় কোনও রকমের দাদাগিরি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *