জোলাইবাড়িতে এস এম মুখার্জি ফুটবলে কো: ফাইনালে কাঞ্জিপাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।।জয় পেলো কাঞ্জিপাড়া ফুটবল একাদশ। জয় পেয়ে উঠলো কোয়ার্টার ফাইনালে। পরাজিত করলো এম.এম. পাড়া  ফুটবল একাদশ-‌কে। মহকুমা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত 

শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে। জোলাইবাড়ি স্কুল মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচে দুদলের ফুটবলাররা শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকেন। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। ম্যাচে ২-১ গোলে কাঞ্জিপাড়া ফুটবল একাদশ  জয়ী হয়। খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের হয়ে ২টি  গোল করেন আদিত্য জমাতিয়া ও রমেন জমাতিয়া। বিজীত দলের হয়ে একমাত্র গোল করেন সুমন। ম্যাচটি পরিচালনা করেন অসীম বৈদ্য। ছুটির দিন হওয়ায এদিন মাঠে ফুটবলপ্রেমীদের ভিন ছিলো লক্ষ্যনীয়।