ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।।জয়-পরাজয় বড় কথা নয়। লক্ষ্য রাজ্যবাসীকে ভালো খেলা উপহার দেওয়া। তা মাথায় রেখেই শেষ মুহূর্তে লড়াকু দল গড়লো ১৭ বারের সেরা দল টাউন ক্লাব। বৃহস্পতিবার লিগ অভিযান শুরু করছে টাউন। প্রথম প্রতিপক্ষ লালবাহাদুর ব্যায়ামাগার। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন লিগ ফুটবলে। প্রায় ৬ লাখ টাকা বাজেটে ভিনরাজ্যের ৯ ফুটবলার সহ স্থানীয়দের নিয়ে দল গড়লো ময়দানের ঐতিহ্যবাহী ওই ক্লাবটি। মরশুমে টাউন ক্লাবকে নেতৃত্ব দেবেন জয় পাল। ডেপুটি হিসাবে থাকবেন সুবীর মন্ডল। বুধবার স্থানীয় একটি রেস্তোরায় সাংবাদিক সম্মলেন একথা জানান ক্লাব সভাপতি রতন সাহা। আসরে টাউন ক্লাবের কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার রূপক মজুমদার। এবছর ক্লাবের জার্সি স্পনসর করেছে এম এল প্রাজা এবং এন টি সি সি-র কর্মধার বাদল সূত্রধর। ক্লাবের ফুটবলারদের শারীরিকভাবে সক্ষম করে তুলতে বড় ভূমিকা নিয়েছেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা, জানান ক্লাব সচিব রূপক সাহা। মাত্র ৫ দিনের অনুশীলন। ফলে দলের মধ্যে কিছুটা বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে মনে করছেন কোচ রূপক। তবে তিনি আপ্রাণ চেষ্টা করছেন গোটা দলকে এক সুতোয় বাঁধতে। এবং ফুটবলারদের থেকে সেরা খেলাটা বের করে আনতে। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল সংস্থার যুগ্ম সচিব তপন সাহা এবং সুব্রত দত্ত। টাউন দলের ফুটবলাররা হলেন: আকাশ ভগত, অমল বোরো, জয় দাস, জয় পাল (অধিনায়ক),রাহুল দাস, সলমন সর্দার, সৌরভ শীল, সুবীর মন্ডল (সহ অধিনায়ক),সুজিৎ সরণ, তুহিন দাস, রাজীব সিনহা, প্রণব সরকার, সঞ্জীব শীল, মনি ত্রিপুরা, ভি এল্টন ডার্লং, লাললন পুইয়া এবং মণীর হুসেন। কোচ : রূপক মজুমদার, ম্যানেজার; সুজিৎ শুক্ল দাস।
2023-08-23