নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ বন্ধের ডাক দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি হারানো জমি খুঁজছেন৷ একের পর এক নির্বাচনে দলের ভরাডুবিতে সংগঠন নেই বললেই চলে৷ এই পরিস্থিতিতে বীরজিৎ সিনহা রাজ্যে বন্ধ ডেকে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহলের অভিমত৷ প্রদেশ কংগ্রেসের আহ্বানে আগামী আঠারো এপ্রিল
চবিবশ ঘন্টা বনধকে সফল করার লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার বিকাল তিনটায় কৈলাসহরে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা বাসভবনে ঊনকোটি জেলা, উত্তর ত্রিপুরা জেলা এবং ধলাই জেল এই তিন জেলার নেতা কর্মীদের বৈঠক অনুষ্ঠিত হয়৷ আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, পিসিসি এর মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক, পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য্য, বিকাশ শর্মা, ঊনকোটি জেলা থেকে ছিলেন জেলা সভাপতি মো, বদরুজ্জামান, ধলাই জেলা থেকে ছিলেন প্রাক্তন বিধায়ক মনোজ দেব, সচিত্র দেববর্মা, জয়দানী ত্রিপুরা, উত্তর জেলা থেকে ছিলেন হীরালাল নাথ, সুকেন্দু ভট্টাচার্য্য, সুভাষ পাল সহ অন্যান্য নেতৃত্বরা৷ বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মো, বদরুজ্জামান জানান, আগামী পনেরো এপ্রিল থেকে সতেরো এপ্রিল পর্যন্ত বীরজিৎ সিনহা এই তিন জেলায় ঝটিকা সফর করবেন৷ বনধকে সার্থক করার জন্য (৫২) টি জায়গায় দল পথসভা ও বাজারসভা করবে৷ তাছাড়া পনেরো এপ্রিল বীরজিৎ এগারোটায় মনুতে, দুটোয় আমবাসাতে, পাঁচটায় কমলপুরে এবং ষোল এপ্রিল এগারোটায় কদমতলায়, দুটোয় পানিসাগর ও পাঁচটায় কুমারঘাটে বীরজিৎ সভা করবে৷ এছাড়াও বদরুজ্জামান বলেন সাংবাদিক সম্মেলনে বীরজিৎ বলেন, বনধকে সার্থক করার জন্য সারা রাজ্য ব্যাপী জোরদার প্রচার করা হবে৷ আগামী নয় এপ্রিল উদয়পুরে আজকের মতো অনরুপভাবে বৈঠক করা হবে৷ তবে আজকের এই বৈঠকে উত্তর জেলার ধর্মনগরের কংগ্রেস বিধায়ক বিশ্ববন্ধু সেন এবং ধলাই জেলার করমছড়ার কংগ্রেস বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল এই দুই বিধায়ক অনুপস্থিত ছিলেন৷
2016-04-04
