বস্তার, ১৩ এপ্রিল (হি.স.): মানুষের আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছে বিজেপি সরকার। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে এই মন্তব্য করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বস্তারের একটি জনসভায় প্রিয়াঙ্কা বলেছেন, “আপনাদের ”নির্ভর” করা হয়েছে, ”আত্মনির্ভর” নয়। আপনাদের এমন স্কিম মোটেও দেওয়া হয়নি, যা আপনাদের স্বনির্ভর করে তুলতে পারে। আপনাদের সরকারের উপর নির্ভরশীল করা হয়েছে। বিজেপি সরকার আপনাদের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে। আপনারা উপেক্ষিত ছিলেন, এই ৫ বছরে কংগ্রেস আপনাদের গর্ব ফিরিয়ে দিয়েছে।”
কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা আরও বলেছেন, এর আগে ১৫ বছর ধরে আপনারা বিজেপির শাসন দেখেছেন। আপনারা তাঁদের বিশ্বাস করেছিলাম, কিন্তু তাঁরা আপনার আস্থা রক্ষা করেনি। এখানে ভয়, ক্ষুধা ও ব্যাপক দুর্নীতি ছিল। আপনাদের জমি কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের হাতকড়া পরানো হয়েছে। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি হয়েছে।”