নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): সমগ্র দেশে মোট ৪,৭৪৮টি কৃষক উৎপাদক সংস্থা (এফপিও) নিবন্ধিত রয়েছে। মঙ্গলবার লোকসভায় একটি লিখিত উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি জানান, ১০ হাজার এফপিও বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থাকে বরাদ্দ করা হয়েছে যা ২০২০ সালে চালু হওয়া প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
কেন্দ্রীয় মন্ত্রী যোগ করেছেন, সরকার টাকার আর্থিক সহায়তা দিচ্ছে। এফপিও-এর কৃষকদের ক্রেডিট গ্যারান্টি সুবিধা এবং ইক্যুইটি অনুদান সহ ৩ তিন বছরের জন্য এফপিও প্রতি ১৮ লক্ষ টাকা।

