নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়য্ন্ত্র করছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। কেজরিওয়ালকে হুমকি দেওয়ার সরাসরি অভিযোগ এনেছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারির বিরুদ্ধে। শুক্রবার সকালে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, “মনোজ তিওয়ারি সরাসরি কেজরিওয়ালকে হুমকি দিয়েছেন, যা স্পষ্ট করে দেয় যে বিজেপি (দিল্লির মুখ্যমন্ত্রী) অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করছে… নির্বাচন কমিশনে অভিযোগ জানাব আমরা, এফআইআরও দায়ের করব।”
এদিকে, দিল্লির রাজৌরি গার্ডেনের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে আম আদমি পার্টি (আপ)-র নেতা সন্দীপ ভরদ্বাজের। সন্দীপের মৃত্যু প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেছেন, “আমি বিশ্বাস করি এটি আত্মহত্যা নয়, খুন। সন্দীপ ভরদ্বাজকে টিকিট নিশ্চিত করা হয়েছিল। তিনি মোটেও আত্মহত্যা করেননি। সেই আসনের টিকিট বিক্রি হয়েছে বলেও জানা যাচ্ছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়াও খুনের মতো। আপ প্রধান ও আপ নেতৃত্ব পাপ করেছে।” এ প্রসঙ্গে সিসোদিয়া বলেছেন, আপনারা টিকিটকে মৃত্যুর সঙ্গে যুক্ত করতে পারেন না। এটা ঠিক নয়।

