BRAKING NEWS

কচ্ছপের হাড়, চর্বি‌-সহ ধৃত উত্তরপ্রদেশের ৩ পাচারকারী

মালদা, ২৪ নভেম্বর (হি. স.) : জ্যান্ত কচ্ছপ নয়, ছক বদলে পাচারকারীরা এবার কচ্ছপের শুকনো হাড় ও চর্বি পাঠাচ্ছে বিদেশে। মালদা থেকে কচ্ছপের হাড়, চর্বি‌-সহ ধৃত উত্তরপ্রদেশের ৩ পাচারকারীকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৭০ কেজি কচ্ছপের শুকনো চর্বি। আন্তর্জাতিক চোরা বাজারে এক কেজি এই চর্বির আনুমানিক মূল্য ভারতীয় টাকায় প্রায় ১ লক্ষ টাকা।

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের একটি জায়গায় হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের ৩ বাসিন্দাকে। তাদের তল্লাশি করতেই উদ্ধার হয় বস্তা ভর্তি শুকনো কচ্ছপের চর্বি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের এক পাচারকারীকে সেগুলি দিতে এসেছিল তারা। তবে হস্তান্তরের আগেই পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতরা হল সুরেশ(৩০), পাপ্পু(৪০) ও নাওয়ালী(৬০)। তিন জনের বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। কালিয়াচকের মাটাবুল শেখ নামে এক পাচারকারীকে সেগুলি দিতে এসেছিল তারা।

গ্রেফতার তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৯৭২ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার ওই তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত নেমেছে কালিয়াচক থানার পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

সূত্রের খবর, বারবার পুলিশের জালে ধরা পড়তে থাকায় পাচারকারীরা এখন কচ্ছপের শুকনো হাড় ও চর্বি পাচার করছে। মূলত এইগুলি বাংলাদেশে পাচার করা হয়। কচ্ছপের হাড় ও চর্বি দিয়ে বিশেষ যৌন উত্তেজক ওষুধ তৈরি হয়। বাংলাদেশ তৈরি এই ওষুধের বাজারে প্রচুর চাহিদা। মূলত তক্ষক ও কচ্ছপ থেকেই তা তৈরি হয়। বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই চোরাপথে ভারত থেকে কচ্ছপ ও তক্ষক বাংলাদেশে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *