BRAKING NEWS

Trinamool : শনিবার পুরভোটে তৃণমূল প্রার্থীদের প্রশিক্ষণ শিবির

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : শনিবার পুরভোটে তৃণমূল প্রার্থীদের প্রশিক্ষণ শিবির বসবে দক্ষিণ কলকাতায় হাজরা রোডে মহারাষ্ট্র নিবাসে।

এবার তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখ অনেক। যাঁরা কখনও অন্য কোনও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁদের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাভিত্তিক উন্নয়নের খতিয়ান, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে ধরে প্রত্যেক প্রার্থী ভোটারদের কাছে পৌঁছে যাবেন। এবং কেন্দ্রীয় নীতির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কীভাবে নাভিশ্বাস উঠেছে তা তুলে ধরতে বলা হবে বৈঠকে।

ওয়ার্ডের পাড়া ধরে উন্নয়নের খতিয়ান তুলে কীভাবে ইতিবাচক প্রচার করা যায় তা বুঝিয়ে দেওয়া হবে প্রার্থীদের। জনসংযোগে জোর দিতে চায় নেতৃত্ব। সেই বিষয়ও বুঝিয়ে দেওয়া হবে প্রার্থীদের। বিরোধীদের চক্রান্তে পা না দিয়ে ঝামেলা এড়িয়ে প্রচারে ঝড় তুলতে এবং স্থানীয় নামী ব্যক্তিত্বকে পাশে পেতে কীভাবে ঝাঁপাতে হবে তা-ও বলা হবে ওই বৈঠকে। প্রস্তাবিত বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সবভারতায় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিদায়ী বোর্ডের পুর প্রশাসকমণ্ডলীর প্রধান বর্তমানে প্রার্থী ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার-সহ নেতাদের থাকার কথা। থাকতে পারেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শোভনদেব চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতার দলের সভাপতি দেবাশিস কুমার। উত্তর কলকাতার দলের সভাপতি তাপস রায়ও বৈঠকে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *