BRAKING NEWS

জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য রাজ্য দলের 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।নাগাল্যান্ডের ডিমাপুর  শহহরে অল নাগাল্যান্ড ক্যারাটে ডু অসোসিয়েশনের উদ্যোগে গত ২৫ এপ্রিল থেকে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী নবম আই এস কে এফ ন্যাশনাল ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপ ২০২৪।ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন অনুমোদিত এই জাতীয় ক্যারাটে  চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা থেকে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশনের উদ্যোগে ৩০ জন প্রতিযোগী ও  প্রতিযোগিনী অংশগ্রহণ করে। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় রাজ্যের খেলোয়াড়রা দুর্ধর্ষ লড়াই করে রাজ্যের জন্য ১0টি  স্বর্ণ সহ সর্বমোট ৫৭টি পদক অর্জন করে ও অভূতপূর্ব ঐতিহাসিক সাফল্য অর্জন করে।পদক তালিকা অনুযায়ী ত্রিপুরা ক্যারাটে  টিম দ্বিতীয় রানার্স আপ ট্রফি অর্জন করে ইতিহাস রচনা করে। রাজ্য দলের হয়ে কুমিটি বিভাগে পদকজয়ী খেলোয়াড়দের মধ্যে স্বর্ণপদক জয়ীরা হলেন বিশ্বশ্রী দাস, চিরস্মিতা ভৌমিক, শিবাঙ্গি দাস, সমর্পিতা দেব, বিরাজ বণিক, আর্যবির সরকার, অম্বিকা নাহা,দেবলীনা সরকার। রুপো পদক জয়ীরা হলেন, প্রগতি ভট্টাচার্য, কাশনি কর, মৃন্ময়ী সূত্রধর, অনন্যা দাস, অংশুমান লস্কর, অদ্রি রায় চৌধুরী, শ্রাবণী দাস, রাজা কর, সৌরভ সেন, মোনালিসা বিশ্বাস, তন্মি দাস রশমি দাস। ব্রোঞ্জ জয়ীরা হলেন অনন্যা দেব, পরিধি সূত্রধর, রাজ রুদ্রাক্ষী চৌধুরী, প্রগতি ভট্টাচার্য, স্বরূপ সূত্রধর, কুলদীপ দাস, দ্বৈপায়ন মালাকার, আরুশি রায়, শ্রাবণী দাস, রাজা কর, সৌরভ সেন, পঙ্কজ রায় অরবিন্দ পাল। অপরদিকে কাতা বিভাগে স্বর্ণপদক জয়ীরা হলেন মৃন্ময়ী সূত্রধর ও আংশুমান লস্কর। রুপো পদক জয়ীরা হলেন প্রগতি চৌধুরী, কাশনি কর, মৃন্ময়ী সূত্রধর, বিশ্বশ্রী ভৌমিক, চিরস্মিতা ভৌমিক, শিবাঙ্গি দাস, বিরাজ বনিক, আর্যভির সরকার ও রাজা কর। ব্রোঞ্জ পদকজয়ীরা হলেন অনন্যা দেব, রাজ রুদ্রাক্ষী চৌধুরী, পরিধি সূত্রধর, অনন্যা দাস, অদ্রি রায় ভট্টাচার্য, স্বরূপ পোদ্দার, কুলদীপ দাস, দ্বৈপায়ন মালাকার, আরশি রায়, দেবলীনা সরকার, শ্রাবণী দাস, সৌরভি সেন ও মোনালিসা বিশ্বাস।রাজ্য ক্যারাটে দলের এই অভূতপূর্ব সাফল্যে সারা রাজ্যের ক্যারাটে খেলোয়াড় ও অভিভাবকদের মনে খুশির হাওয়া বইছে l এই সাফল্যের নিরিখে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন এর পক্ষ থেকে পদকজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ReplyReply allForwardYou can’t react with an emoji to this message

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *