আগরতলা, ৫ নভেম্বর:
স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালানোর অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চরিলাম পুরাতন বাড়ি এলাকায়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই মহিলা রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়রা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন।
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মহিলার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দ্রুত শাস্তি দাবি করেছেন।
2025-11-05

