সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির, রেল ওভারব্রিজের দাবিতে রেললাইন অবরোধ স্থানীয়দের

আগরতলা, ৭ অক্টোবর: সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম স্বপন দেবনাথ(৫৫)। আজ সকালে স্থানীয় কুমারঘাট এলাকার রেল লাইন পার করতে গিয়ে হামসফর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রেল ওভারব্রিজের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বিক্ষোভের জেরে আটকে পড়ে ডেমো ট্রেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রশাসনিক আধিকারিকগণ। তারা কথা বলেন অবরোধকারীদের সঙ্গে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘ প্রায় ৮-১০ বছর ধরে এই এলাকায় রেল লাইনের উপর একটি ওভারব্রীজ নির্মাণের দাবি জানানো হয়েছে। এই রেল লাইনের উপর দিয়ে প্রায় ৪-৫ টি গ্রামের লোক যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে এই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করার ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন স্থানীয়রা। গত ৭-৮ বছরে মোট ৮ জন এলাকাবাসী রাস্তা পার করতে গিয়ে রেলের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন।
তাই অবিলম্বে রেল ব্রিজ নির্মানের দাবিতে এদিন রেল লাইন আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

এদিকে প্রশাসনিক আধিকারিকরা স্থানীয়দের সাথে কথা বলেন, পাশাপাশি এলাকা পরিদর্শন করেন। তাঁদের দাবি, এলাকায় একটি রেল ক্রসিং নির্মিত রয়েছে। তবে এলাকাবাসীরা একটু দুর পড়ায় ওই রাস্তা দিয়ে চলাচল না করে এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। তাই তিনি সকলকে জানান, রেলওয়ের তরফ থেকে যে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, সেই রাস্তাতেই যেন চলাচল করেন। আর এই রাস্তাতেও যেন একটি গেইট বসানো হয়, সেই আবেদন ও দপ্তরের নিকট করা হবে।

দীর্ঘক্ষণ অবরোধ থাকার পর শেষ পর্যন্ত প্রশাসনিক আশ্বাসে রেল লাইন অবরোধ মুক্ত করেছেন স্থানীয়রা।