পানীয় জল সরবরাহ বন্ধ, ক্ষুব্ধ গ্রামবাসীদের রাস্তা অবরোধে তীব্র উত্তেজনা

আগরতলা, ৭ অক্টোবর : কৈলাসহরের অন্তর্গত গোলকপুর এডিসি ভিলেজ ও সরোজিনী গ্রাম পঞ্চায়েতের হালাইছড়া এলাকায় বিগত ২৬ সেপ্টেম্বর থেকে পানীয়জল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এর জেরে গত দশ থেকে বারো দিন ধরে এই দুইটি গ্রামে পানীয়জলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের চরম গাফিলতি ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা আজ দুপুরে রাস্তায় নেমে আসেন এবং ঈশান চৌধুরী পাড়া থেকে শ্রীরামপুর যাওয়ার প্রধান রাস্তাটি অবরোধ করেন। বিক্ষোভে সামিল হন গ্রামের পুরুষ ও মহিলারা।

অভিযোগ, গোলকপুর গ্রামে থাকা আয়রন রিমুভেল প্ল্যান্ট থেকে জল সরবরাহের পাইপ ফেঁটে গেলেও তা সংস্কারের কোনও উদ্যোগ নেননি স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, বারংবার দপ্তরে জানানো সত্ত্বেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। পুজোর কারণে অফিস বন্ধ এবং শ্রমিক না মেলার অজুহাতে আজ পর্যন্ত সমস্যার সমাধান করেননি আধিকারিকরা। অথচ, দপ্তরের পক্ষ থেকে পানীয়জলের জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখেই বিকল্প ব্যবস্থায় জল সরবরাহ করা যেত, কিন্তু সেটিও করা হয়নি।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানরা। উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমার অতিরিক্ত মহকুমাশাসক কার্জন হালাম। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসলেও বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ না দপ্তরের আধিকারিকরা এসে সমস্যার সমাধান ও আজকের মধ্যেই পাইপ সারাই করে জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন, ততক্ষণ তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

ফলে অবরোধের দুই প্রান্তে বহু যানবাহন আটকে পড়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। ঘটনাস্থলে উত্তেজনা ক্রমেই বাড়ছে।