আগরতলা, ৪ জুলাই : রাজ্যে বিএসএনএল-এর পরিকাঠামোগত উন্নয়নে শুক্রবার আগরতলা কামানচৌমুহনীস্থিত বিএসএনএল-এর অফিসে টেলিকম এডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব-এর পৌরহিত্যে কমিটির সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা কমিটির সদস্য রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক প্রনব সরকার, দীপন্ত মজুমদার সহ অন্যান্যরা।
এদিনের এই বৈঠক সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রতি তিন মাস অথবা ছয় মাস অন্তর টেলিকম এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত বিভিন্ন কার্যপ্রণালী এবং আগামী দিনের রূপরেখা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। জন প্রতিনিধিদের কাছেই জনসাধারণের অভিযোগগুলি উঠে আসে। ফলে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ে বজায় রাখতেই এই বৈঠক। মূলত বিএসএনএলের পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যাগুলি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব সেগুলি এখানেই সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যেগুলি সম্ভব নয় সেগুলি কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংসদ বিপ্লব কুমার দেব আরো বলেন, রাজ্যসহ দেশে টেলি যোগাযোগ ব্যবস্থা, ডিজিটেলাইজেশন বা প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল, যখন সেল ফোন চিন থেকে আনতে হতো ভারতকে। এখন বর্তমানে সেল ফোন তৈরিতে ভারত দ্বিতীয় নম্বরে রয়েছে। গ্রামেগঞ্জে ফাইবার, অপ্টিকাল লাইন বিস্তার করা হচ্ছে। ইন্টারনেট কানেকশন ভারতের বিভিন্ন গ্রামাঞ্চলে পৌঁছে গেছে। ফলে ডিজিটাল ক্ষেত্রেও ভারত অনেক এগিয়ে গেছে। উদাহরণস্বরূপ, রেশনিং ব্যবস্থার কথা তুলে ধরেন সাংসদ। তিনি বলেন, বর্তমানে এক দেশ এক রেশন ব্যবস্থা চালু রয়েছে দেশে। এটি সম্ভব হয়েছে একমাত্র ডিজিটাল ক্ষেত্রে উন্নয়নের ফলে। এরজন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

