দুটি পৃথক অভিযানে সাফল্য পেয়েছে জিআরপি

আগরতলা, ২৪ জুন : দুটি পৃথক অভিযানে সাফল্য পেয়েছে জিআরপি। গতকাল আগরতলায় রাজধানী এক্সপ্রেস আসার পর চেকিংয়ের সময় ২৭০ বোতল এসকফ উদ্ধার করে। পাশাপাশি, অন্য একটি অভিযানে ৯টি প্যাকেটে মোট ২১ কেজি ৪৯০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঘটনার বিবরণে জিআরপি ওসি তাপস দাস বলেন, গতকাল আগরতলায় রাজধানী এক্সপ্রেস আসার পর চেকিং এর সময় ২৭০ বোতল এস কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষাধিক টাকা বলে জানান আগরতলা জি আর পি পুলিশ।

অন্য একটি অভিযানে, গতকাল সন্ধ্যায় এক মেয়েকে আটক করে। তাঁর কাছ থেকে ৯টি প্যাকেটে মোট ২১ কেজি ৪৯০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে। সে এই গুলি ট্রলি ব্যাগে করে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল। ওই মেয়েটির বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে বলে জানান আগরতলা জি আর পি থানার ওসি তাপস দাস।