গত ১১ বছরে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি: আত্মনির্ভরতা ও আধুনিকায়নে জোর – প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেন, গত ১১ বছরে ভারতের প্রতিরক্ষা খাত ব্যাপক অগ্রগতি করেছে, যার প্রধান দিক হল প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা ও আধুনিকীকরণের উপর জোর। তিনি ভারতের প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত উৎকর্ষ এবং আত্মনির্ভরতার পথে এই অগ্রযাত্রাকে দেশের মানুষের সম্মিলিত সংকল্প ও অটুট সংকল্পের ফল বলে বর্ণনা করেন।

‘মাইজিওভিইন্ডিয়া’-র এক সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদি তাঁর বার্তায় বলেন, “গত ১১ বছরে আমাদের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। আধুনিকীকরণ ও প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে, ভারতের জনগণ দেশকে আরও শক্তিশালী করে তোলার সংকল্পে একত্রিত হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই পরিবর্তনের মাধ্যমে ভারত শুধু তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে না, বরং বৈশ্বিক মঞ্চেও একটি আত্মবিশ্বাসী ও সক্ষম দেশ হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করছে।

সরকারি সূত্র অনুযায়ী, প্রতিরক্ষা উৎপাদনে দেশীয় শিল্পের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বহু অত্যাধুনিক সরঞ্জাম এখন দেশেই তৈরি হচ্ছে। এটি ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যপূরণে এক বড় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *