আগরতলা, ৫ মার্চ : কদমতলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনার পর সঠিকভাবে আর্থিক সহযোগিতা পায়নি ব্যবসায়ীর। এমনটাই অভিযোগ তুলে প্রকৃত ক্ষতিপূরণের দাবিতে আজ ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেন সি পি আই এম এল।
প্রসঙ্গত, গত ৬-৭ অক্টোবর কদমতলায় কারফিউ চলাকালীন কিছু দুর্বৃত্ত অনেক দোকানের জিনিসপত্র ভাঙ্গার পাশাপাশি আগুনে পুড়িয়ে দেয়। কদমতলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনার পর সঠিকভাবে আর্থিক সহযোগিতা পায়নি ব্যবসায়ীরা। বুধবার সি পি আই এম এল -এর একটি প্রতিনিধি দল ত্রিপুরা মানবাধিকার কমিশনে গিয়ে ডেপুটেশন প্রদান করে।
তাদের দাবি,ক্ষতিগ্রস্ত দোকানেদের সরকারের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেয়া হয় তা ন্যূনতম বলে তাদের অভিমত। সেই কারণে প্রকৃত ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।