নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ইভিএম নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সোমবার সংসদ ভবনের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, ইভিএম নিয়ে অবস্থানের জন্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর কংগ্রেসের সমালোচনার কথা উল্লেখ করেছেন যোশী। তিনি বলেছেন, এমনকি কিছু বিরোধী দলও প্রধান বিরোধী দলের দিকে আঙুল তুলছে। তিনি বলেন, নিজেদের ভুল বুঝতে হবে কংগ্রেসকে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সম্প্রতি ইভিএম সম্পর্কে মন্তব্য করেছেন, ‘যেখানে ওই ইভিএম-এর মাধ্যমেই নির্বাচিত হয়ে আপনার দলের একশোরও বেশি সদস্য সংসদে পৌঁছেছেন, এবং আপনি সেই জয়কে উদযাপন করছেন, সেখানে যখনই কোনও নির্বাচনের ফলাফল আপনার পক্ষে যাবে না, তখনই আপনি ইভিএম-কে দোষারোপ করতে পারেন না।’