BRAKING NEWS

১৩ ঘণ্টা কুয়েত বিমানবন্দরেই আটকে ভারতীয় যাত্রীরা, অভিযোগ বৈষম্যের

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ ১৩ ঘণ্টার দুর্ভোগ শেষে ম্যাঞ্চেস্টারের উদ্দেশে রওনা হলেন কুয়েত বিমানবন্দরে আটকে পড়া ভারতীয়রা। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ গাল্ফ এয়ারের বিমান ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরের উদ্দেশে রওনা দেয়। গোটা প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে হয়, তা নিশ্চিত করতে উদ্যোগী ভূমিকায় দেখা যায় কুয়েতের ভারতীয় দূতাবাসকে।

রবিবার মুম্বই বিমানবন্দর থেকে ম্যাঞ্চেস্টারের উদ্দেশে রওনা দিয়েছিল গাল্ফ এয়ারলাইন্সের বিমানটি। বিমানে থাকা যাত্রীদের প্রায় প্রত্যেকেই ছিলেন ভারতীয়। তা ছাড়া আমেরিকা, ব্রিটেন-সহ অন্য কিছু দেশের যাত্রীরাও ছিলেন। যাত্রাপথে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে বিপত্তিতে পড়েন ভারতীয় যাত্রীরা। কুয়েত বিমানবন্দরেই দীর্ঘক্ষণ আটকে পড়েন ভারতীয়রা। এমনকী খাবার অথবা পানীয় জলটুকুও পাননি তাঁরা। যেতে দেওয়া হয়নি বিমানবন্দরের বাইরেও। অন্তত যাত্রীরা এমনটাই অভিযোগ তুলছেন। জানা গিয়েছে, মুম্বই থেকে ম্যাঞ্চেস্টারগামী গল্ফ এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে কুয়েত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপরই ক্ষোভ উগরে দেন ভারতীয় যাত্রীরা। জানান বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের কোনও রকম সাহায্য করছে না। তাঁদের অভিযোগ, বিমান সংস্থা ওই বিমানে থাকা ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীদের সুযোগ সুবিধা দিলেও ভারত, পাকিস্তানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার যাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন। কোনও খাবার বা পানীয় জল পর্যন্ত দেওয়া হয়নি না। এমনকী বিমান থেকে নামতে দেওয়া হলেও ভারতীয় যাত্রীদের বিমানবন্দরের বাইরেও যেতে দেওয়া হয়নি।

তবে, খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নিয়েছে কুয়েতের ভারতীয় দূতাবাস। দ্রুত ভারতীয় যাত্রীদের যাবতীয় সাহায্য করে তারা। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ গাল্ফ এয়ারের বিমান ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরের উদ্দেশে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *