BRAKING NEWS

বাংলাদেশ ইস্যুতে রাহুল ও অখিলেশের নীরবতা নিয়ে প্রশ্ন গিরিরাজের, তোপ ওয়েইসিকেও

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। একইসঙ্গে এআইএমআইএম-এর আসাদুদ্দিন ওয়েইসিকে আক্রমণ করেছেন তিনি। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিরিরাজ সিং বলেছেন, “আমি মনে করি, মৌলবাদীরা যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করছে, তাঁদের (হিন্দুদের) বেরোতে দেওয়া হচ্ছে না, সন্ন্যাসীদের জেলবন্দি করা হচ্ছে। ভারত কঠোর অবস্থান দেখিয়েছে, কিন্তু বিশ্বকে অবশ্যই এতে হস্তক্ষেপ করতে হবে।”

গিরিরাজ সিং আরও বলেছেন, “ওইয়েসি (আসাদুদ্দিন) এমন একজন ব্যক্তি – যখন সংবিধানের প্ল্যাটিনাম জয়ন্তী পালিত হচ্ছিল, তিনি জাতীয় সঙ্গীতের সময় অনুপস্থিত ছিলেন। তিনি সর্বদা মুসলমানদের নিয়ে কথা বলতেন – এমনকি তিনি প্যালেস্টাইন নিয়েও কথা বলতেন। কিন্তু বাংলাদেশের হিন্দুদের ইস্যুতে তিনি নীরব কেন? রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং অন্যরা এই বিষয়ে নীরব কেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *