আগরতলা, ২৮ নভেম্বর: সিএনজি ও পিএনজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখার সদস্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক সদস্য জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যবাসীকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, বিজেপি জোট সরকার গত ছয় বছরে একটিও প্রতিশ্রুতি পালন করে নি। তার উপর সিএনজি পিএনজি দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া, পেট্রোলজাত সামগ্রী, যন্ত্রাংশের এবং ফিটনেসেরও দামও বৃদ্ধি করা হয়েছে। শ্রমিকদের রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ফলে, শ্রমিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।