আগরতলা, ২৮ নভেম্বর : ভিলেজ কাউন্সিল নির্বাচনের লক্ষ্যে আইপিএফটিকে কাছে টেনে নিয়ে শাসক জোট শরিক বিজেপির উপর চাপের রাজনীতির কৌশল নিয়েছে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেবর্বমণ। আজ এক অডিও বার্তায় ভিলেজ কাউন্সিল নির্বাচনে আইপিএফটির সাথে জোট বেঁধে লড়াইয়ের আকাঙ্খা প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, দাবি যেখানে এক, তখন লড়াইও একত্রেই হোক।
এদিন প্রদ্যোত বলেন, তিপ্রাসাদের দাবি পূরণ করতে হলে দিল্লিতে একত্রে আওয়াজ তুলতে হবে। কারণ, একত্রে লড়াই করলে কেউ ভাঙার সুযোগ পাবে না। তাই আইপিএফের নেতৃত্বদের সাথে নিয়ে একত্রে লড়াই করতে হবে।
তাঁর কথায়, কেন্দ্রের কাছে আইপিএফটি এবং তিপরা মথার দাবি এক। তাই আইপিএফটিকে সাথে নিয়ে ভিলেজ কাউন্সিল নির্বাচনে লড়াই করতে হবে। কারণ, একত্রে লড়াই করে ক্ষমতায় এসে তিপ্রাসাদের উন্নয়ন করা সম্ভব হবে। রাজনীতির থেকেও বড়ো তিপ্রাসাদের ভবিষ্যত।