BRAKING NEWS

উয়েফা নেশন্স লিগ :  লিগের শীর্ষে ইংল্যান্ড

ওয়েম্বলি, ১৮ নভেম্বর(হি.স.) : লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইংল্যান্ড নেশন্স লিগের শীর্ষস্থানে পৌঁছলো l প্রথমার্ধে ইংল্যান্ডকে আটকে রাখতে পারলেও, বিরতির পর আয়ারল্যান্ড নিজেদের হারিয়ে ফেলে l নিজেদের বক্সে ৫১ মিনিটে জুড বেলিংহ্যামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আয়ারল্যান্ডের লিয়ান স্কেলস। আয়ারল্যান্ড হয়ে যায় দশ জনের দল এবং ইংল্যান্ড পায় পেনাল্টি l সেই পেনাল্টি থেকে হ্যারি কেইন গোলের সূচনা করেন l

আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের রেকর্ড গোলদাতার মোট গোল হলো ৬৯টি। প্রথম গোলের দুই মিনিট পর আবার গোল l এবার দারুণ ভলিতে জালে বল পাঠান নিউক্যাসল ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। ৫৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন গ্যালাঘার। মার্ক গেয়ির হেড থেকে বল পেয়ে জালে বল পাঠান আতলেতিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। ৭৫ মিনিটে হয় চতুর্থ গোল l বদলি হিসেবে মাঠে নেমে কয়েক সেকেন্ডের মধ্যে বেলিংহ্যামের ফ্রি কিকে বক্সে বল পেয়ে জোরাল শটে গোল করেন বোয়েন। আর জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নেমে সাউথ্যাম্পটনের ডিফেন্ডার টেইলর হারউড বেলিস ৭৯ মিনিটে হেডে পঞ্চম গোলটি করেন।ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট ইংল্যান্ডের, ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লিগে ফিরছে ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *