BRAKING NEWS

দুর্লভ নারায়ণ আনন্দমার্গ এসবি স্কুলের বার্ষিক অনুষ্ঠান

সোনামুড়া, ১৮ নভেম্বর : সোনামুড়া মহাকুমাধীন নলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্লভ নারায়ণ আনন্দমার্গ এসবি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য কৃতাত্মানন্দ অবদূত (ডি এস আগরতলা), রুপেশ দেববর্মা (ভক্তি প্রধান সিপাহী জেলা), শ্যামল সূত্রধর (দুর্লভ নারায়ণ আনন্দ মার্গ স্কুল চেয়ারম্যান), স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল শোভাবর্ধক।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক বিকাশ ঘটানো জরুরী, তবেই সে সুষ্ঠ মানুষ হয়ে উঠবে এবং এভাবেই গঠিত হবে সুস্থ সমাজ। সংস্কৃতির বিকাশ ঘটলেই সুস্থ সামাজ গঠন সম্ভব হবে। বর্তমানের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের মধ্যে সংস্কৃতির বিকাশ ঘটলে আগামী দিনে সুস্থ সমাজ গঠিত হবে। এই লক্ষ্যের ভিত্তিতে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বার্ষিক অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনার উদ্যোগের প্রশংসা করেন। আগামী দিনের জন্য শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *