মালিগাঁও, ২ নভেম্বর: লামডিং-বদরপুর লাইনচ্যুত ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে।
লামডিং-বদরপুর পাহাড়ী অংশের মুপার কাছে লাইনচ্যুত ক্ষতিগ্রস্ত অংশের মধ্য দিয়ে ট্রেন পরিষেবাগুলি পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে। আজ সন্ধ্যায় আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। ১০০ শতাংশ নিরাপত্তা নিশ্চিত করতে হালকা ইঞ্জিন ও পণ্যবাহী ট্রেনের ট্রায়াল চলছে। পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হলে আগামীকাল (০৩.১১.২০২৪) সকাল থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
একটি টানেলের ভিতরে একটি পণ্যবাহী ট্রেনের বোঝাই ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে গত বৃহস্পতিবার
বিকেল থেকে পার্বত্য বিভাগে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল।