আগরতলা, ২ নভেম্বর: বিভিন্ন জাতি, ধর্ম বর্ণের মানুষের মধ্যে সাম্প্রদায়িক বীজ রোপণ করে দেশে জাতিগত বিভেদ তৈরীর ষড়যন্ত্র চলছে। আজ কংগ্রেসের সংহতি পদযাত্রায় এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
আজ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাজধানীর দুর্গা চৌমুহনীতে পদযাত্রা সংগঠিত করা হয়। এদিনেট পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ৩১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী সংহিতা পদযাত্রার আয়েজন করা হয়েছে। তাঁর অভিযোগ, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় শাসক দলের ভূমিকা অত্যন্ত আপত্তিজনক। রাজ্যে বিভেদের ও সন্ত্রাসের পরিবেশ কায়েম করার ষড়যন্ত্র চলছে।এদিন তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সাম্প্রদায়িক বীজ রোপণ করে গভীর ষড়যন্ত্রে দেশকে জাতিগত দিক দিয়ে বিভেদ তৈরী করছে।