ধর্মনগর, ২ নভেম্বর: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সপ্তাহ সপ্তাহ ব্যাপী দীপাবলী উৎসবকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ধর্মনগরে কালীপুজো প্রতি বছরই ৭ দিনব্যাপী আয়োজন করা হয়, যা এক বিশেষ আকর্ষণ।
রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসেনই, পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকেও বহু দর্শনার্থী ধর্মনগরের কালীপুজো দর্শনে আসেন। ধর্মনগর শহরে প্রায় ১০ থেকে ১৫টি পূজো হয় যা বেশ বড় মাপের বাজেটে আয়োজিত হয়। এছাড়াও শহরের বাইরে কয়েকটি উল্লেখযোগ্য পূজো হয়, যেগুলো প্রতিযোগিতায় ধর্মনগরের কালীপুজোর সাথে তুলনীয়।
সপ্তাহজুড়ে এই পূজোয় সারা রাত ধরে মানুষের ভিড় থাকে, এবং সবাই পূজোর আনন্দে মেতে ওঠেন। এই সময় বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থাও থাকে। ব্যবসায়ীরাও পূজো উপলক্ষে নানা রকমের সামগ্রী নিয়ে আসেন। পুরো আয়োজনের নিরাপত্তার জন্য পুলিশের কঠোর প্রহরা থাকে, যাতে দর্শনার্থীরা নিশ্চিন্তে পূজোর আনন্দ উপভোগ করতে পারেন।