আগরতলা, ২ নভেম্বর: খেলোয়াড় নির্বাচনী কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি সহ অন্যান্যরা।
জাতীয় যোগা প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন রাজ্য ভিত্তিক যোগা দল গঠনের লক্ষ্যে চলছে যোগা খেলোয়াড় নির্বাচনী কর্মসূচি।তারই অঙ্গ হিসাবে শনিবার মোহনপুর মহকুমার যোগা আসোসিশনের উদ্যোগে মহকুমা স্তরের যোগা খেলোয়াড় নির্বাচনী কর্মসূচি অনুষ্ঠিত হয় বামুটিয়ায়।
বিধানসভার গান্ধীগ্রামস্থিত বিবেকানন্দ সৎসঙ্গে অনুষ্ঠিত হয় এই নির্বাচনী কর্মসূচি।আগামীকাল ৩ রা নভেম্বর পশ্চিম ত্রিপুরা জেলা যোগা দল নির্বাচনী কর্মসূচিটি অনুষ্ঠিত হবে আগরতলা এগিয়ে চলো সংঘে। শনিবার উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ,পশ্চিম ত্রিপুরা জেলা যোগা এসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ,সহ যোগা শিক্ষক শিক্ষিকা,যোগা খেলোয়াড়,তাদের অভিভাবক ও স্থানীয় জনগণ।এই যোগা দল পরবর্তী সময়ে রাজ্য,জাতীয় ,আন্তর্জাতিক ও এশিয়ান গেমসে অংসগ্রহন করবেন।
এই যোগা খেলোয়াড় নির্বাচনী কর্মসূচির প্রধান অতিথি পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী উনার বক্তব্যে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্য দেশ সহ বহির বিশ্বে যোগা শারীরিক ও মানসিক গঠনের ক্ষেত্রে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে।যোগাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্কুল,সামাজিক সংস্থা,ক্লাবের সঙ্গে কথা বলবেন । শুধু কথা বলা নয়, তাকে বাস্তবায়িত করার জন্য কাজ করবেন এবং সরকারি ভাবে খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যেতে সরকার খেলোয়াড়দের পাশে থাকবে।