আগরতলা, ২ নভেম্বর: গৌরনগর ব্লকের শীনাথপুর গ্রাম পঞ্চায়েতের জন দুর্ভোগ পিছু ছাড়ছে না। বিগত নির্বাচনে যেমনটা হয়েছিল তেমনটা এবারে পঞ্চায়েত নির্বাচনেও ফলাফল হবার কারণে পঞ্চায়েত বাসীর কপালে দুর্ভোগের ঘনঘটা শুরু হয়েছে।
এবারে পঞ্চায়েত নির্বাচনে শীনাথপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী ফলাফল হয় কংগ্রেস দল ৪টা ,আসন সিপিএম দল ৩টা আসন এবং শাসক দল বিজেপি দল পায়৬টা আসন। ১৩ আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত। গৌরনগর ব্লকের সবচেয়ে বড় গ্রাম পঞ্চায়েত শীনাথপুর গ্রাম পঞ্চায়েত।খমতা লোভী কংগ্রেস দল ও সিপিএমকে সাথে নিয়ে পনচায়েত পরিচালনা কমিটি গঠন করে। কংগ্রেস ৪ ও সিপিএম ৩ জন সদস্য মিলে পঞ্চায়েত পরিচালনা কমিটি গঠন করা হয়। গ্রাম প্রধান হন কংগ্রেসের সুভাষ দেব ও উপ প্রধান হন সি পি এমের সদস্য আরমান আলী।
এদিকে গত ২৮ অক্টোবর আটজন পনচায়েত সদস্য জেলা পনচায়েত অফিসারের কাছে শীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয়। যদিও এখনো জেলা পঞ্চায়েত অফিসার আস্তাভোটের জন্য নির্দিষ্ট দিন নির্ধারণ করে দেয় নি। প্রধান যদি আস্ত ভোটে পরাজিত হন তবে উনার প্রধান পদ থাকবে না। উল্লেখ্য যে বিগত বছরের নির্বাচনে ও ফলাফল এইরকম ছিল কংগ্রেস ১৩ আসন বিশিষ্ট শীনাথপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দল লাভ করেছিল ২টি সিপিএম পায় ৫টিও বিজেপি লাভ করে ৬টি আসন। পনচায়েত হয় জগাখিচুড়ী। কিছু দিন পর পর গ্রাম প্রধান আজ এই দলে তো কাল আরেক দলের।এই ভাবে চলতে থাকে। ব্লক প্রশাসন পরে বিরম্বনার সেই সাথে পঞ্চায়েতের জনগণ ও। উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে। এবার ও গতবারের অবস্থা পুনরাবৃত্তি চলছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বন্ধের পথে।