নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ৩-৭ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। এরপর ৮ নভেম্বর তিনি যাবেন সিঙ্গাপুরেও।
শনিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ৩ থেকে ৭ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যাবেন। সফরের সময় তিনি ব্রিসবেনে যাবেন এবং অস্ট্রেলিয়ায় ভারতের চতুর্থ কনস্যুলেট উদ্বোধন করবেন। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং-এর সঙ্গে ১৫-তম বিদেশমন্ত্রীর ফ্রেমওয়ার্ক ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন জয়শঙ্কর।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সফরের দ্বিতীয় পর্যায়ে, ৮ নভেম্বর সরকারি সফরে সিঙ্গাপুরে যাবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এই সময়ে তিনি এসিয়ান-এর অষ্টমতম গোলটেবিল-ভারতীয় নেটওয়ার্ক অফ থিঙ্ক ট্যাঙ্কস-এ ভাষণ দেবেন। তিনি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব পর্যালোচনা করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার উপায়গুলি অন্বেষণ করতে সিঙ্গাপুরের নেতৃত্বের সাথে দেখা করবেন।