আগরতলা, ২ নভেম্বর: পৃথক পৃথক অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে বিএসএফ। বিএসএফ অভিযানে মোট ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। পাশাপাশি, ১২টি গবাদি পশু উদ্ধার করে এবং ৯০০ কেজি চিনি এবং ৩ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, বিএসএফের কাছে গোপন সংবাদের খবর আসে সিপাহীজলা জেলায় কমলাসাগার এলাকায় অবৈধভাবে বাংলাদেশী নাগরিক বসবাস করছেন। সেই খবরের ভিত্তিতে আজ বিএসএফ অভিযানে চালিয়েছে। অভিযানে চারজন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
অন্য একটি অভিযানে, বিএসএফে একজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। অপর একটি অভিযানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারকালে ১২টি গবাদি পশু উদ্ধার করে এবং ৯০০ কেজি চিনি এবং ৩ লক্ষ টাকা মূল্যের অন্যান্য মাদকদ্রব্য জব্দ করে।